প্রেমের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে সেইসব কবিতাই এই সংকলনে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিছু কবিতা নেওয়া হয়েছে প্রকাশিত কাব্য থেকে। কিছু কবিতা আছেÑপত্র-পত্রিকায় প্রকাশিত হলেও কোনো বইয়ে নেই। আর কিছু কবিতা তো একেবারেই আনকোরা। রচনা সাল অনুযায়ী কবিতা সাজানো হয়নি। অপ্রকাশিত কবিতা দিয়ে শুরু করে, অগ্রন্থিত এবং বইয়ে প্রকাশিত কবিতাগুলো ছাপা হয়েছে।