আনআইডেনটিফাইড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ ইউএফও সম্পর্কে রহস্য, জল্পনা-কল্পনা ও কৌতূহলের যেন শেষ নেই। ইউএফও-এর কথা উঠলেই রোমাঞ্চপ্রিয় মানুষ হারিয়ে যায় গ্রহান্তরবাসী আগন্তুকদের স্বপ্নীল রাজ্যে। ইউএফও আসছে নাকি সেই কবে থেকেই। তবে বিংশ শতকে এদের উৎপাত ও চাঞ্চল্যকর কাণ্ডকীর্তি বৃদ্ধির ফলে পত্রপত্রিকায় বড় বড় শিরোনাম হয়ে উঠেছে। হয়েছে অনুসন্ধিৎসু মানুষের আলোচনার ও গবেষণার বিষয়। ইউএফও-এর সেইসব চমকজাগানো নানা কথা জড়ো করে কবি সাযযাদ কাদির সহজাত কাব্যিক ভঙ্গিতে ও কৌতূহলী দৃষ্টিতে উপস্থাপন করতে কলম ধরেছেন। ইউএফও সম্পর্কে কৌতূহল ও আগ্রহ আছে, থাকবে ও উত্তরোত্তর বৃদ্ধি পাবে যতদিন না এদের রোমাঞ্চকর কাণ্ডকীর্তির একটা বিজ্ঞানসম্মত উত্তর পাওয়া যায়।