যে কোন রোগ রোগী ও তার পরিবারকে ভুগিয়ে থাকে। কিন্তু মাদকাসক্তি এমন একটি মন-ব্রেইনের রোগ যার কুফলে সমাজ রাষ্ট্রের সবাইকে ভুগতে হয়। তাই সচেতন সকল নাগরিকের জন্য মাদকাসক্তি একটি উদ্বেগ ও আতঙ্কের বিষয়। এই বিষয়ে বাংলা ভাষায় পূর্ণাঙ্গ একটি বইয়ের অভাব অনেকেই অনুভব করেন। এই গ্রন্থটি সেই আগ্রহ ও প্রয়োজন মেটাবে বলা যায়। মাদকাসক্তির ধরন, প্রকৃতি, কারণ, চিকিৎসা, প্রতিরোধসহ সার্বিক বিষয়গুলো এই বইটিতে সন্নিবেশ করা হয়েছে। এক কথায় মাদকাসক্তির সব কিছু পাওয়া যাবে একটি বইতে। মাদকাসক্ত রোগী, তাদের অভিভাবক, সামাজিক সংগঠন, এন.জি.ও ক্লিনিক, রি-হ্যাব সেন্টারসহ সাধারণ জনগণের প্রয়োজন ও চাহিদা মেটানোর সার্বিক চেষ্টা করা হয়েছে এই বইটিতে। বিশেষজ্ঞ ডাক্তার, সাধারণ ডাক্তার, মেডিকেলের ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং বিজ্ঞানমনস্ক সচেতন গবেষণা কর্মী ও বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানের জন্য এটি একটি রেফারেন্স বই হিসেবে কাজে লাগবে। মস্তিস্ক বিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সর্বশেষ ও সর্বাধুনিক গবেষণালব্ধ তথ্য উপাত্ত দিয়ে বইটি লেখা হয়েছে। তাই এর বিষয়বস্তু প্রমাণিত ও বিজ্ঞানসম্মত ।