বন্ধুত্ব গ্রন্থটি পাঁচটি জগদ্বিখ্যাত শিশুতোষ গল্পের বাংলা অনুবাদ-সংকলন। অস্কার ওয়াইল্ড, জেসি লাইম্যান হার্লবাট, মার্জারি ইউলিয়মস প্রমুখ লেখকের রচিত ‘স্বার্থপর দৈত্য’, ‘মখমলের খরগোশ’, ‘রুথ এবং নাওমী’, ‘নিবেদিত বন্ধু’ ও ‘স্বর্গতোরণে যুধিষ্ঠির’ শীর্ষক কালজয়ী পাঁচটি গল্প এই গ্রন্থে স্থান পেয়েছে। প্রতিটি গল্পই শিক্ষামূলক এবং এই গল্পগুলির প্রত্যেকটিরই বিষয়বস্তু বন্ধুত্ব। গত শতাব্দীর শুরুর দিকে প্রকাশিত ‘মখমলের খরগোশ’ গল্পে খেলনা খরগোশটি কীভাবে প্রকৃত খরগোশে পরিণত হয় সেই কাহিনী শিশুমনে প্রকৃত বন্ধু কে সে-সম্পর্কে ধারণা দেয়। ‘স্বার্থপর দৈত্য’ গল্পে বন্ধুত্ব পেতে হলে যে কিছু দিতে হয় সে-বিষয়টি স্পষ্ট হয়েছে। ‘রুথ এবং নাওমী’ গল্পে রুথ তার বন্ধুত্বের কারণে বোয়াজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তিনি রাজা ডেভিডের প্রমাতামহ হওয়ার গৌরব অর্জন করেন। আবার মানুষ বন্ধুত্বের জন্য কতটা ত্যাগ স্বীকার করতে পারে তা প্রতিফলিত হয়েছে ‘নিবেদিত বন্ধু’ ও ‘স্বর্গতোরণে যুধিষ্ঠির’ গল্পে। গ্রন্থভুক্ত গল্পগুলো আনন্দ দানসহ শিশু মন বিকশিত করার পক্ষে সহায়ক।