শুধু বই বড় না মানেও বড়। বি সি এস, পি এস সি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা গৃহীত নিয়োগ, মাধ্যমিক-প্রাথমিক শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার নিয়োগ এরকম অন্যান্য অনেক পরীক্ষার বিগত বছরের গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ এবং ব্যাখ্যাসহ দেয়া আছে এই বইয়ে। অনেক ভালো প্রস্তুতি নিন বা কম সময়ের স্বল্প প্রস্তুতি সবার জন্যেই মানসিক শান্তির জায়গা বইটি। বিশেষ করে নিজেকে যাচাই করতে এর প্রশ্নগুলো নিয়মিত সল্ভ করতে থাকলে আপনার প্রস্তুতি যেমনই হোক দেখবেন অনেকটা আত্মবিশ্বাস পাচ্ছেন। আর এটাই এ বইয়ের ম্যাজিক!