ফ্ল্যাপে লিখা কথা
মধুসূদনের সমগ্র কাব্যসাধনার পরিচয় দানের উদ্দেশ্যে এই গ্রন্থ রচিত হয়েছে। অর্থ্যাৎ সমগ্র গ্রন্থটি মধুসূদনের কাব্য ও নাট্যকীর্তির একটি বিশাদ ভূমিকা ও বিশ্লেষণ ব্যাখ্যা স্বরূপ। অধ্যাপক সৈয়দ আলী আহসান এই বইয়ের মধ্যে দিয়ে মাইকেল মধুসূদন দত্তের শিল্পকৌশলের সমালোচনা প্রসঙ্গে তার জীবনের একটি সংক্ষিপ্ত অথচ নিটোল আলোচনা করেছেন। বস্তুত, এই আলোচনাটুকু যদি কোন পাঠক সর্বপ্রথম পড়ে নেন, তবে তিনি মধুসূদনের কবিতার রচনাশৈলী ,ব্যক্ত দৃষ্টিভঙ্গী এবং বাংলা সাহিত্যের ওই সময়কার বিকাশ ও বিপ্লবী পরিবর্তনের হেতু অনায়াসেই অনুধাবন করতে পারবেন। অমিত্রাক্ষর ছন্দে গতি, প্রাণময়তা এবং দৃঢ়িতার একত্র উপস্থিতিরগূঢ় কারণটি অধ্যাপক সৈয়দ আলী আহসান চমৎকারভাবে এই গ্রন্থে উপস্থাপন করেছেন। একজন কবি হিসেবে সৈয়দ আলী আহসান যে নিষ্ঠা নিয়ে মধুসূদনের কাব্যদর্শন ও রচনাশৈলী গভীরভাবে গবেষণা করেছেন, তা সাধারণ পাঠকের ক্ষেত্রে কষ্টকিতভাবে উপস্থিত করেননি,এ কৃতিত্ব তাঁর প্রাপ্য।
এই আলোচনা গ্রন্থে লেখক মধুসূদনের কাব্যরীতি এবং শিল্পকৌশল নিয়ে যে আলোচনা করেছেন তা নতুনভাবে এ দেশের পাঠককে মধুসূদনের রচনাবলী পড়তে উৎসাহিত করবে।
অধ্যাপক সৈয়দ আলী আহসান আলোচনার ক্ষেত্রে যে ব্যাপকতার সমাবেশ করেছেন তার বইয়ের পাদটীকা অনুসন্ধিৎসুদের আগ্রহ মিটাতে সাহায্য করবে। মধুসূদনের কবি-কৃতির সম্যক উপলব্ধি ও উদঘাটনের ক্ষেত্রে, আলোচ্য গ্রন্থটি পথিকৃত হয়ে থাকবে।