“লাইফ অব পাই” বইটির সম্পর্কে কিছু কথা:
পাই প্যাটেল পন্ডিচেরির বাসিন্দা। সেখানে তার বাবার ছিলো চিড়িয়াখানা। তার বয়স যখন ষোলো, তার বাবা-মা সিদ্ধান্ত নেন তাদের বিশাল পরিবারসহ কানাডায় অভিবাসন করার। কিন্তু তাদের দুর্ভাগ্যতাড়িত হতে হলো যখন তাদের বহন করা কার্গো জাহাজটি ঝঞা-কবলিত হয়ে ডুবে গেলাে। শুধু একটি নিসঙ্গ জীবনতরী টিকে রইলো বিক্ষুব্ধ নীল প্রশান্ত মাহসাগরে। বেঁচে যাওয়া পাঁচজন আরোহী ছিলো-পাই, একটি হায়েনা, একটি জেব্রা (যার একটি পা ভেঙে গেছে), একটি মাদি ওরাংওটাং এবং ৪৫০ পাউন্ড ওজনের একটি রয়েল বেঙ্গল টাইগার। একটি বিস্ময়কর অভিযানের পটভূমি এভাবেই রচিত হয়েছে।