“গডফাদার”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
নিজের তৈরি করা ক্ষমতার জালে । বসে থাকেন তিনি। আঙ্গুল হেলান । নিজের মতাে করেই। খুব ঠাণ্ডা। মাথায়, ধীরে ধীরে এগােতে থাকেন। বিপদসীমার দিকে। নিমেষে যা। ঘটিয়ে ফেলেন তা আপনার বােঝার । সাধ্যাতীত । হিংস্র নন তিনি, তবে। কেউ যদি খোঁচা দেয়, তার। জীবনরেখা কমে আসে সৎ করে ।। মূলত বিজনেসম্যান তিনি, একই সঙ্গে পরােপকারী আর সহৃদয় ।। অন্যায়ের সাথে আপােষ করতে। সমস্যা নেই, কিন্তু কারাে ক্ষতি করে। নয়। শয়তানের কাছে আজরাইল। আর বন্ধুর কাছে বন্ধু তিনি। তিনি। ‘গডফাদার। বিভীষিকার আরেক নাম। গড়ফাদার।
এই উপন্যাস অবলম্বনে আমেরিকায়। তৈরি হয়েছে ২টি চলচ্চিত্র। আর। এটার ছায়া অবলম্বনেই বলিউডের। স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা। রামগােপাল ভার্মা নির্মাণ করেছে। ‘সরকার’ ও ‘সরকার রাজ’ । চলচ্চিত্র। ২টিতে গডফাদারের ভূমিকায়। অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ।।