“মুঘল যুগে ঢাকার শাসকদের কথা-কাহিনী” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বাঙলার রাজধানী হিশেবে ঢাকার প্রথম আত্মপ্রকাশ ঘটেছিল মুঘল যুগে, সুবাদার ইসলাম খাঁর আমলে। ১৬১০ সালের কথা। ২০১০ সালে রাজধানী ঢাকা চারশাে’ বছরে পদার্পন করেছে। ইসলাম খাঁ ঢাকায় আগমনের পর রাজধানীর নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। রাজমহল থেকে বাঙলার রাজধানী ঢাকায় স্থানান্তরের কারণ যাই থাক না কেন এর সঙ্গে জড়িয়ে আছে ইসলাম খাঁর নাম। যে নামটি ঢাকাবাসীর স্মৃতিময় সত্ত্বায় ঠাই করে নিয়েছে। আজকের ঢাকা তুলনামূলক বিচারে অনেক চঞ্চল। বেড়েছে এর চারপাশের পরিধি। বেড়েছে লােকসংখ্যা। একই সঙ্গে বেড়েছে যুগযন্ত্রণার অগ্নিবলয়। তারপরও এর মধ্যে এক ধরনের সুখ-স্মৃতির সন্ধান খুঁজে পাওয়া যায়। হৃদয়ের নীল নীল ইচ্ছের মতাে অনেকটা। ঢাকার রাজনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্ব বিগত চারশাে বছর পূর্বেও যেমনটি ছিল, আজও তদ্রুপ রয়েছে। তবে গ্রন্থটি সামগ্রিকভাবে মুঘলযুগের শাসকদের বিচিত্র সব কাহিনী রূপ ও রসে বিশেষ একটি ধারায় শিশিরভেজা গল্পের মতাে বেশ উদ্দীপ্ত। সেই সঙ্গে মুঘলযুগের পতনের পর বিজাতীয় শাসকদের নষ্টনীড়ের কাহিনীও সামাজিক ইতিহাসের ধারায় তুলে ধরতে চেষ্টা করেছি। হয়তাে সংক্ষিপ্ত।