ভূমিকা
হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) তাঁর লিখিত কিভাবে “এসলাহে ইনকিলাবে উম্মত” শিরোনামে আমল ও এবাদতে সাধারণ মুসলমানের (ক্ষেত্রবিশেষ বিশিষ্ট ব্যক্তিদেরও) ত্রুটি-বিচ্যুতি ও অবহেলা উদাসীনতাগুলোকে চিহ্নিত করে তা থেকে উত্তরণের পথ প্রদর্শন করেছেন।
থানভী সাহেব কর্তৃক লিখিত সেই মূল্যবান বিষয়টি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তারই একটি অংশ “আপনি নামাজে দুরুস্ত কি জিয়ে” (আপনার নামাজ শুদ্ধ করুন) আমার পড়ার সৌভাগ্য হয়। বিষয়টি আমার খুবই পছন্দ হয়। আর এই পছন্দই আমাকে উৎসাহিত করে- এবাদতের এই গুরুত্বপূর্ণ বিষয়টির যাবতীয় তত্ত্ব ও ভুল-ত্রুটি গতি-প্রকৃতি সহজ ও সাবলীলভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে। আমার এই চিন্তার কথা যখন আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুর কাছে ব্যক্ত করলাম, তখন তাঁর আমাকে পরামর্শও দিলেন যে, (যেহেতু বিষয়টি নামাজ সংশ্লিষ্ট এবং থানভী সাহেবেরই লেখা, তাই) এর সাথে যেন বেহেশতী জেওরের নামাজ সংক্রান্ত মাসআলাগুলো যুক্ত করে দেয়া হয়, তাহলে এটি একটি পরিপূর্ণ কিতাব হয়ে যাবে এবং সাধারণ মুসলমানগণও এ থেকে বিশেষভাবে উপকৃত হবেন।
আল্লাহর নামে কিতাবটির কাজ আমি শুরু করেছিলাম, আর যেহেতু তাহারাত একটি গুরুত্বপূর্ণ ব্যাপর বরং তাহারাত ছাড়া নামাজই শুদ্ধ হবে না; তাই নামাজের মাসআলার পূর্বে তাহরাতের অধ্যায়টিও যুক্ত করে দিলাম। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করুন এবং সকলকেই উত্তম বিনিময় দান করুন।
এশফাক আহমদ কাসেমী
১৩৯৮ হিঃ
সূচীপত্র
* নামাজের ভুল-ত্রুটি
* পবিত্র বর্ণনা
* নামাজের বর্ণনা