ফ্ল্যাপে লিখা কথা
স্বাধীনতার পটভূমি নিয়ে জানা অজানা অনেক কথা আছে, সেসব কথা অবশ্যই আমাদের জানার প্রয়োজন আছে। নিজের দেশের স্বাধীনতার ইতিহাস না জানাটা একটা অপরাধ বিশেষ। মুক্তিযুদ্ধের ইতিহাস আর সেই সমেয়র সংগ্রাম মুখর দিনগুলি নিয়ে অনেক বইপত্র বের হয়েছে কিন্তু ছোটদের জন্য সুন্দর করে বুঝিয়ে ধারাবাহিকভাবে স্বাধীনতা সংগ্রাম বা মুক্তিযুদ্ধকে তুলে ধরেছেন কজনে? তারপর সুকৌশলে একটি চক্র স্বাধীনতার আসল ইতিহাসকে বদলে দিয়ে নতুন করে সাজাতে চাইছে স্বাধীনতার সেই কিংবদন্তি সম ইতিহাসকে। ইতিহাস বিনষ্টকারীদের চিনতে হবে, বিশেষ করে আজকের দিনের ছোট ছোট কিশোরদের জানতে হবে স্বাধীনতার সঠিক কাহিনী ও তার ধারাবাহিকতা। আমাদের স্বাধীনতা এক বিশাল অর্জন, যা তিরিশ লক্ষ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত। মুক্তিযুদ্দ এক বিশাল বেদনাতুর কাব্য। একাত্তরের পরে যাদের জন্ম তারা সেই সংগ্রাম মুখরদিন আর ভয়াবহ যুদ্ধ সম্বন্ধে কিছু আঁচ করতে পারি না। কিন্তু সবকিছু জানার প্রয়োজন আছে। শিশু কিশোরদের সেই তৃষ্ণা মিটাতে আমাদের এই প্রয়াস ‘কিশোরদের মুক্তিযুদ্ধের ইতিহাস’।