বাংলাসাহিত্য ও রবীন্দ্রচর্চায় নিবেদিতপ্রাণ কবি-কথাশিল্পী জামিল আখতার বীনু প্রকৃত অর্থে একজন কবি বলেই তার গল্পের গভীরে প্রচ্ছন্ন রোমান্টিক অনুভূতি, যদিও তা জীবন-বিচ্ছিন্ন নয়। তাই ‘নীলহরিতের জলছবি’ শীর্ষক সংকলনগ্রন্থের গল্পগুলোতে পরিস্ফুট জীবনযাপনের জটিলতা, কখনো একাকিত্ববোধের ভিন্নরূপ। বিচিত্র অভিজ্ঞতার ফসল গল্পগুলোতে রয়েছে দেশবিদেশের সামাজিক-পারিবারিক ছবি যা মূলত ব্যক্তির জীবন ও তার মনোগহনের নানারঙা জলছবি। কখনো তাতে প্রকাশ পেয়েছে কাব্যময়তার চকিত আভাস। তবে জীবনের সুখদুঃখ, আনন্দবেদনার মেঘরোদের খেলা গল্পগুলোর প্রধান উপজাব্য বিষয়।
বাহুল্যবর্জিত, স্বল্পায়তন গল্পগুলো সত্যিকার অর্থে ‘ছোটগল্প’ যে কথা বলেছেন প্রফেসর আনিসুজ্জামান এ বইয়ের মুখবন্ধে। গল্পগুলোতে একদিকে রয়েছে মুক্তিযুদ্ধের অবাঞ্ছিত পরিণাম ও স্বদেশ চেতনার প্রকাশ, অন্যদিকে সাহিত্যের চিরায়ত বিষয় প্রেম-ভালোবাসার প্রকাশ। ব্যক্তিক প্রেম ও জীবনের প্রতি ভালোবাসা এ দুই অনুভূতির সম্মিলনে গল্পগুলোর মুক্তি। পাঠক কোনো কোনো ঘটনা, কখনো বা আপন অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারবেন বলে আমাদের বিশ্বাস।