“পরিবেশ আইন ও পরিবেশ আদালত”বইটির সম্পর্কে কিছু কথা:
আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ। মানুষের কিছু স্বেচ্ছাচারী কাজের জন্য ভূ-পরিবেশ আজ বিপন্ন। সাথে সাথে বিপন্ন পরিবেশের মানুষ তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত এবং শংকিত । ইদানিংকালে এই শংকা থেকে মানুষ তার ভূ-পৃথিবী নিয়ে সচেতন হয়ে উঠেছে। আন্তর্জাতিক এবং দেশে দেশে পরিবেশ সচেতনতা সৃষ্টি আজ একটি আন্দোলনে রূপ নিয়েছে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন সভা সমিতি হচ্ছে, গড়ে উঠছে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। এই সব সংগঠন পরিবেশকে রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে। মিটিং মিছিল আন্দোলন করছে। মানুষ আজ তার বিপন্ন পৃথিবীকে বাঁচাতে চায়। ফিরে পেতে চায় নির্মল পৃথিবী। গড়ে তুলতে চায় বাসযােগ্য ভূমণ্ডল। এই প্রচেষ্টায় আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে বিশ্ব-পরিবেশ দিবস। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে পরিবেশ দিবসে গৃহীত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। দেশীয়ভাবে সরকারও বসে নেই। পরিবেশ রক্ষার জন্য জাতীয়ভাবে বৃক্ষমেলা থেকে শুরু করে প্রতিষ্ঠিত হয়েছে পরিবেশ আদালত। পরিবেশ আদালতকে কার্যকর করার জন্য জারি হয়েছে পরিবেশ আইন, বিভিন্ন বিধি বিধান।
দেশীয় এবং আন্তর্জাতিকভাবে গৃহীত আইন, বিধি, অধ্যাদেশ, পরিবেশ আদালত এই সব নিয়ে বিস্তারিত আলােচনা হয়েছে এই গ্রন্থে। পরিবেশ আদালত আইন, পরিবেশ আইন এই গ্রন্থে স্থান পেয়েছে যা আইনের ছাত্রছাত্রীর প্রভূত উপকারে আসবে এই গ্রন্থ। পরিবেশ আদালতে মামলা পরিচালনা করতে গিয়ে একজন আইনজীবীর কাজেও সহায়ক হবে বলে আমার বিশ্বাস। আর তা হলেই আমার শ্রম স্বার্থকতা লাভ করবে।