ফ্ল্যাপ
বড় বোন আলিশাকে মুঠোফোনে মিম বলল, কনে দেখার সময় আমি পাশে থাকলে তোমাকে নাকি আরও বেশি কালো মনে হয়। আরও বেশি অনুজ্জ্বল মনে হয়। এজন্য ফিরে যায় পাত্রপক্ষ। মা-ই ফোন করে জানিয়েছেন, আমি যেন আজ দেরিতে ফিরি বাসায়।…
পাত্র রনিকে আলিশা বলল, কখনো ঘটা করে মেয়ে দেখতে যাবেন না পাত্রীপক্ষের বাড়িতে। অনানুষ্ঠানিকভাবে মেয়ে দেখার কাজটা সেরে নেবেন ভবিষ্যতে। মনে থাকবে তো?…
মিমের চোখের দিকে এক নজর তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন নওরিন চৌধুরী। মন খারাপ করে টেবিলে বসে আছে মিম। সাধারণত মন খারাপ করে না সে। তবে কথায় কথায় রাগ করে, হইচই বাধিয়ে দেয় সামান্য কারণে। এমন মেয়ের মন খারাপ কেন?…
ইতিবাচক ভাবনা আসছে মনে-ভালোই করেছে জিহান। েই মুহূর্তে উত্তম কাজ ছিল মায়ের সঙ্গে যাওয়া। মায়ের সঙ্গে না গেলে ছেলে সম্পর্কে মায়ের মনে নেগেটিভ ধারণা গেড়ে বসুক, চায় না মিম। প্রাণের মধ্যে আছে প্রাণ। সেই প্রাণের মূল শক্তি হচ্ছে জিহান। এই শক্তির ক্ষয় নেই। লয় নেই।…
দুঃসাহসী ও আত্মপ্রত্যয়ী মিম ধমক দিয়ে বাবাকে বলল, বিপদের সময় তোমাকে নার্ভাস হলে চলবে না। তোমার মেয়ে কোনো অণ্যায় করেনি, অনৈতিক কিছু ঘটায়নি। বরং অবিচার ও অণ্যায়ের শিকার হয়েছে। বুঝেছ> বাবার আসনে শক্ত থেকে মোকাবিলা করতে হবে পরিস্থিতি…
নিজের ‘রিয়েল সেলফ’ ফাঁস হওয়ার কারণে আদরের বোন মিমের সঙ্গেও বেধে গেছে আলিশার সংঘাত। মনের সঙ্গে মনের সংঘাত গুচ্ছ বোমার চেয়েও বেশি শক্তিশালী; সংঘাতের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় মমতা। রক্তক্ষরণ দেখা যায় না বাইরে। ভেতরটা চুরমার হয়ে যায়, রক্তাক্ত হয়। রক্তাক্ত হয়ে গেছে মিমও ক্রাইসিসের সময় নির্ভরতার স্থান হারালে বড় বিপর্যয় আসতে পারে ভেবে দিশেহারা হয় আলিশা…
পরীক্ষা এগিয়ে আসছে। মিম বোঝে, সব সংকট দূরে সরিয়ে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিতে হবে। ভালো রেজাল্ট করতে হবে। ঘরে জাগাতে হবে আনন্দ-আলো। মায়ের মন ভালো রাখার আর কোনো ওষুধ নেই নিজের হাতে। ঘরের সুখের দিকে নজর দিলে সুখ আসবে নিজের মনঘরেও। এই সত্য ও সুন্দরের বিকল্প কোনোপথ খোলা নেই সামনে