ফ্লাপে লেখা কথা আপনার কি মনে হচ্ছে, আমি ভান করেছি না সত্যিই আমি বিপদে পড়েছিলাম? এতক্ষণ ভাবিনি কিন্তু এখন মনে হচ্ছে আপনি ভান করেছেন। শফিক হা-হা করে হেসে বলে, বাহ! শতে একশ। এই যে দেখেন আমার পকেটে চাকু। সত্যিই সে একটা চাকু বের করে। ছেলেটা একটুও অবাক না হয়ে বলে, এখন কি আমার যা আছে তা দিয়ে দিতে হবে? দুর মশাই, আমি কি তা-ই বললাম নাকি! আমি প্রতারক শ্রেণীতে এখনও তিন নম্বরে। তিন নম্বররা টাকা লুটে নেয় না। চেয়ে নেয়। বলে, ভাই কি বলব! লজ্জার কথা। পকেট একদম খালি। যদি কিছু দেন তাহলে ডাক্তারটা দেখাতে পারি। ও!
তারপর হঠাৎ শফিক হাে-হাে করে হেসে দিয়ে বলে, আমি অভিনয়টা ভালােই পারি। তাই না? আপনাকে ভয় পাইয়ে দিয়েছিলাম। অভিনয়টা ভালাে কি না বুঝতে পারছি না, কারণ কোনটা অভিনয় আর কোনটা ঠিক, এটা বুঝলে বুঝব অভিনয়টা কেমন হচ্ছে!