বাংলা সাহিত্যে সিরিয়াস ধারার লেখক নেহাৎই কম। কারণও আছে, এই শ্রেণীর লেখকরা গৌণ লেখকদের দৌরাত্ম্যে জনপ্রিয়তায় টিকে থাকতে পারেন না। আর এজন্যই বোধহয়, এত ভালো লেখক হয়েও হরিপদ দত্তের জনপ্রিয়তা সেই-অর্থে নেই। আর তার লেখক জীবনটাও তো কম সংগ্রামের নয়। সবকিছু মিলিয়ে এবার আত্মজীবনীতে তুলে ধরলেন নিজেকে।