বিষ্ণু দে’র কবিস্বভাব ও কাব্যরূপকে বিভিনড়ব আঙ্গিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন বেগম আখতার কামাল। বইটি বিষ্ণু দে’র কবিতা সম্পর্কে সম্যক জ্ঞান দিতে যথেষ্ট পারঙ্গম। একজন কবির ব্যক্তিস্বভাব ও কবিস্বভাব এক নাও হতে পারে আবার ব্যক্তির স্বভাবও কখনো কখনো কবিকে উৎরে যায়। বরং ঐ কথা নয় কবিতার স্বভাব বিচার করেছেন লেখক বইটিতে চমৎকারভাবে।