যে শিশু জন্মেই মাকে করেছে কলঙ্কিত, যে শিশু নিজের পরিচয় নিয়ে বেড়ে উঠতে গিয়ে হোঁচট খেয়েছে পদে পদে। যে শিশুর পরিচয় একটি দেশের জন্মের বেদনা সে শিশুকে নিয়ে এক উপন্যাস একাত্তরের যুদ্ধশিশু। এমন শিশুর জীবন নিয়েই রচিত হয়েছে একাত্তর ও বর্তমানের দিনলিপির সাক্ষরে একটি কাহিনী।