একাত্তর আমাদের জীবনের সবচেয়ে সুবর্ণ সময়। এ পর্যন্ত মুক্তিযুদ্ধ নিয়ে ভালো কোনো উপন্যাস রচিত হয়নি। ভিনড়ব দেশে মহত্তর যুদ্ধগুলোকে নিয়ে চমৎকার সব ঐতিহাসিক গ্রন্থ রচিত হয়েছে। সেই মহত্তর ধারারই একটি প্রয়াস উত্তাল একাত্তর গ্রন্থটি। উত্তাল একাত্তর নিঃসন্দেহে এক তথ্যবহুল উপন্যাস।