হৃদয়ে রয়েছে তোমার গোলাপ, হৃদয়ে রয়েছে তোমার শততম দাহ। এমনই এক গভীর প্রেমের জটিল আখ্যান তৈরি করেছেন স্বপড়বপাড়ের মেয়ে উপন্যাসে। পড়তে পড়তে মনে হয় প্রেমে এত সুখ আবার এত ঘা। একই সাথে রূপরূপ ভাবাবেগের প্রকাশ পেয়েছে এই বইটিতে। লেখিকা স্বপেড়বর ডাককে বাস্তবে তুলে এনেছেন নির্জনে, আবার সরবেও। প্রেমিকমনে দারুণ দোলা দেবে এই বই।