সে এসেছিলাে স্বাধীন রাজার দেশ থেকে। পৃথিবীর একমাত্র অঞ্চল ফ্রিসেক্সের দেশ সুইডেন। পৈতৃক সূত্রে মাতৃভূমি বাংলাদেশে এসে নানা বিরুদ্ধ বৈরী স্রোতের মুখােমুখি করে একসময় রাইমা আবৃত হয়ে গেছিল একাকিত্ব বােধে। ফটো তােলা ছিল জীবনের বিলাসী হবি। সেই হলাে জীবিকার প্রধান পথ। সেই সূত্রে সাংবাদিক জিশানের সঙ্গে পরিচয়। অসময় বৈধব্য উৎপীড়কের ভূমিকা নিয়েছে। দুটি শিশুসহ প্রায় সগ্রাম সমাহিত জীবন। রাজার দেশের মেয়ে আবার সেখানেই ফিরে যাবে কিনা ভাবছে যখন তখনই ঘটলাে অভূতপূর্ব নয় অথচ স্বাভাবিকও নয়। বর্তমান সভ্যতার রীতি রেওয়াজ পাশের বাড়ির খবরে অভ্যস্থ নয় । একসঙ্গে কাজ করেও বছরের পর বছর সহকর্মী থেকে যায় প্রায় অচেনা। জিশান একটু আত্মকেন্দ্রিক, রাইমা সচেতন অভিমানী। তবু তারা কি হদিশ পেয়েছিল পারস্পরিক দুঃখের?