দুঃখ ও ভালোবাসার নদী

৳ 180.00

লেখক
প্রকাশক
ভাষা বাংলা
দেশ বাংলাদেশ

“দুঃখ ও ভালোবাসার নদী ” বইটি সর্ম্পকে কিছু তথ্যঃ মানুষ ও তার আচরিত জীবনের প্রকৃতি ও মাত্রা কত যে ভিন্ন ও বিচিত্র হতে পারে আমরা কি তা জানি? ক্ষুদ্র জাতিসত্তা চাকমা, বড়ুয়া, মারমা, ত্রিপুরীদের পাহাড়-নদী অঞ্চল কীভাবে তাদের অস্তিত্ব ও স্বপ্নকে নিয়ন্ত্রিত করে তাও আমরা জানি না। ১৯৬০ সালের কাপ্তাই বাঁধ কী ভয়াবহ রূপ নিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর জীবন তছনছ করে দেয় তা উপন্যাসের ভাষায় পড়েছেন কি? সন্ত্রাস, বঞ্চনা, লোভ, প্রতারণা এবং বড় ও ছোট জাতিসত্তার জটিল সম্পর্ক-সমস্ত কিছুর বুনোটে সেই দুর্ধর্ষ, মলিন অথচ জীবন-চেতনায় তা মহিমান্বিত। দুটি উপন্যাসই পরিসরে ছোট কিন্তু তার অন্তর্লোকের ব্যাপ্তি বিশাল। ‘শ্রামণ গৌতম’ (১৯৯৬) উপন্যাসে প্রথম পট উন্মোচিত হয়। ‘সমুদ্রচর ও বিদ্রোহীরা’ (১৯৯৯) এবং সমপ্রতিকালের ‘অশ্রু ও আগুনের নদী’ (২০০৬) উপন্যাসদ্বয় বাংলা সাহিত্যে দিকচিহ্ন হয়ে থাকবে। চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়, নদী, সমুদ্র ও অরণ্যভূমিকে কী তীব্র আসক্তি দিয়েই না এই ঔপন্যাসিক চিনেছেন! ছোট গল্পেও তিনি আমাদের কথাসাহিত্যে অপ্রতিদ্বন্দ্বী। তাঁর গল্প ও উপন্যাসের ভুবন এতই কাছের অথচ এতই অচেনা যে তা বলে ভ্রম হয়। সেই স্বপ্নওএত মায়াময় আবার এত অন্তরঙ্গ যে আমাদের যুগপৎ বিস্মিত বিমথিত তৃপ্ত ও ক্ষুৎপিপাসিত করে।

Bipradash Barua- জন্ম ২ আশ্বিন ১৮৬২ শকাব্দ (২০ সেপ্টেম্বর ১৯৪০) চট্টগ্রামের ইছামতী গ্রামে। পড়াশুনা চট্টগ্রাম, রাঙামাটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। গল্প, উপন্যাস, প্রকৃতি ও বিচিত্র বিষয়ে লেখেন। পাখি, সমুদ্র ও বৃক্ষ, বনমর্মরভূমি, ভ্রমণ, গবেষণা-বিশাল লেখার ভুবন। বাংলাদেশের আনাচ-কানাচ উঠে আসে দৈনিক পত্রিকার কলামে। রাতের রেলগাড়িতে ছায়াপথে ভ্রমণ এই বিষয়ে প্রথম পদক্ষেপ বিশ্বব্রহ্মাণ্ডের বিশাল রাজ্যে প্রবেশের ছোট্ট জানালা। সেই থেকে শুরু। তার ফসল দৈনিক পত্রিকার সহজ-সরল লেখাগুলো। প্রকৃতির বিচিত্র বিষয় নিয়ে এক ডজনের বেশি বই প্রকাশিত হয়েছে। গাছপালা, তরুলতা ও বৃক্ষ ও নিসর্গ, নিসর্গের খোঁজে, প্রকৃতিও প্রতিশোধপরায়ণ, বিপন্ন বাংলাদেশ ও বন্ধু বৃক্ষ প্রভৃতি গ্রন্থে তাঁর মনোভঙ্গি ধরা পড়ে। এসব লেখায় ছড়িয়ে আছে আকাশ ও নক্ষত্রপ্রীতি। ১৯৯১-তে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ১৪১১ সনে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার লাভ। তাঁর তিনটি বই অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার লাভ করে। পেয়েছেন রেডি টুডে প্রবর্তিত প্রথম গ্রিন এওয়ার্ড ২০১০।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ