ফ্ল্যাপে লেখা কিছু কথা
উঠে দাঁড়াতেই পথ আগলে ধরে আবরার। গলার স্বর বদলে বলে, ফাজলামো পেয়েছেন!আপনার কথা শুনে মারামারি করতে গিয়ে আমি আটকা পড়লাম। আর উনি চলে যাবেন!আমার যাওয়ার সময় হয়ে গেছে যে!মামদোবাজি রাখ শালা। আমাকে ছাড়ানোর ব্যবস্থা কর। নইলে ঘেরে তোর হাড্ডি-মাংস এক করে দেব।আমাকে তো পাবে না। আমি চলে যাচ্ছি। কই যাবি? লন্ডনে!ওখানে গিয়ে তোকে কবর দিয়ে আসব!ওসব করতে গেলে ঝামেলায় পড়বে। ওখানে কবরের ব্যবস্থা করা কঠিন।তাহরে জ্বালিয়ে দেব। জ্বালানো তো নিশ্চয় ঝামেলার কাজ না।তাও ঝামেলা আছে। কাঠ খুঁজে পেতেই তোমার জান বেরিয়ে যাবে।ফালতু কতা রাখ। আমাকে বের কর। তোর কথা শুনেই শালা…..। প্রথমদিনই মনে হয়েছিল তুই একটা টাউট। আমি তো টাউট না আবরার। তাহরে তুই কি? ফেরেশতা? না টাউট দি গ্রেট। সব টাউটের বড় টাউট