উপন্যাস সমগ্র-২

৳ 600.00

লেখক
প্রকাশক
আইএসবিএন
(ISBN)
9789845022002
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ৩৮৪
সংস্কার 1st Published, 2001
দেশ বাংলাদেশ

জগৎ থেকে লেখককে বিচ্ছিন্ন করা যায় না। আমি জাগতিক কারণে প্রথম বই প্রকাশ করেছিলাম, এবং প্রকাশের পরেই সে জাগতিক প্রয়ােজনটি মিটে গিয়েছিলাে। কিন্তু জগৎ আমাকে ছাড়ে নি। বরং জগৎ আমার ওপর প্রতিশােধ নিয়েছে। সে তার নিজের প্রয়ােজনে এবং নিজস্ব উপায়ে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছে, যে পরিস্থিতি আমাকে, আমার উল্লিখিত প্রয়ােজনটি মিটে যাবার পরেও, আমাকে লেখা অব্যাহত রাখতে বাধ্য করেছে। আমি এ বিষয়টিকে বিশেষভাবে গৌরবের মনে করি। কেননা, জগৎ সবাইকে এভাবে বাধ্য করে না।
কেউ কেউ শখ করে লেখেন। শখ ফুরিয়ে গেলে লেখা ছেড়ে দেন। কেউ কেউ অভ্যাসবশত লেখেন এবং নিজেকে পুনরাবৃত্ত করতে থাকেন। আমি যদি শখ মেটানাের জন্য লিখতাম তাহলে বহু আগেই লেখার কাজ ফুরিয়ে যেতাে। যদি অভ্যাসবশত লিখতাম, উপন্যাসের সন্ধানে পাহাড়ি এলাকার অপরূপ বিন্যাসে ছুটে যেতাম না। আমাদের জীবনে এবং আমার নিজের জীবনে যা কিছু ঘটছে আমি তা নিবিষ্টভাবে দেখার চেষ্টা করি এবং যা দেখি তাই আমার লেখায় মূর্ত করার চেষ্টা করি। আমার একটি বইয়ের নাম যাপিত জীবন আমার সব লেখার এই একই নাম হতে পারে। এই যে বই এরও নাম ‘উপন্যাস সমগ্র না হয়ে যাপিত জীবন’ হওয়াই অধিকতর যুক্তিসঙ্গত হতাে। পাঠক প্রশ্ন করতে পারেন জীবনের সবটুকু কোনাে লেখকের পক্ষে নিজে যাপন করা তাে সম্ভব নয়; আমার পক্ষেও সম্ভব নয়, তাহলে আমার সব লেখার নাম যাপিত জীবন’ হবে কেন?যদি যাপিত জীবন বলতেই হয়, তাহলে তার আগে আমার কিংবা নিজের’ শব্দটি ব্যবহার করবাে।

২১টি উপন্যাস, ৭টি গল্পগ্রন্থ ও ৪টি প্রবন্ধগ্রন্থের রচয়িতা সেলিনা হোসেন বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক। সমকালীন রাজনৈতিক সংকট ও দ্বন্দ্বের উৎস ও প্রেক্ষাপট উঠে এসেছে সেলিনা হোসেন এর বই সমূহ-তে। সেলিনা হোসেন এর বই সমগ্র অনূদিত হয়েছে ইংরেজি, রুশসহ একাধিক ভাষায়। প্রবীণ এ লেখিকা ২০১৪ সাল থেকে বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার পর কর্মজীবন থেকে অবসর নেন। সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। আদি পৈতৃক নিবাস নোয়াখালীতে হলেও সেখানে বেশি দিন থাকা হয়নি তার। চাকরিসূত্রে তার বাবা রাজশাহী চলে এলে সেটিই হয়ে ওঠে সেলিনার শহর। স্থানীয় এক বালিকা বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে রাজশাহী মহিলা কলেজে ভর্তি হন। ছোটবেলা থেকেই সাহিত্য পড়তে ভালোবাসতেন তিনি। আর ভালোবাসার টানে উচ্চ মাধ্যমিক শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৭০ সালে বাংলা একাডেমির গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন সেলিনা হোসেন। এরপর সরকারি কলেজে শিক্ষকতা এবং পাবলিক সার্ভিস কমিশনেও কাজ করেছেন তিনি। পাশাপাশি পত্রপত্রিকার জন্য চালিয়ে গেছেন তার কলম। টানা ২০ বছর তিনি ‘ধান শালিকের দেশ’ পত্রিকার সম্পাদনা করেন। ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত বাংলা একাডেমির প্রথম নারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেলিনা হোসেন মুক্তিযুদ্ধের উপন্যাস রচনা করে পাঠকমনে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। তার রচিত মুক্তযুদ্ধ বিষয়ক কালজয়ী উপন্যাস ‘হাঙর নদী গ্রেনেড’ নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্রও। ‘যাপিত জীবন’, ‘ক্ষরণ’, ‘কাঁটাতারে প্রজাপতি’, ‘ভালোবাসা প্রীতিলতা’, ‘যুদ্ধ’, ‘গায়ত্রী সন্ধ্যা’ (তিন খণ্ড) ইত্যাদি তার জনপ্রিয় উপন্যাস। ‘স্বদেশে পরবাসী’, ‘একাত্তরের ঢাকা’, ‘ঊনসত্তরের গণ-আন্দোলন’ ইত্যাদি তার জনপ্রিয় প্রবন্ধ। কিশোরদের জন্য তিনি লিখেছেন ‘কাকতাড়ুয়া’, ‘চাঁদের বুড়ি পান্তা ইলিশ’, ‘আকাশ পরী’, ‘এক রূপোলি নদী’ সহ বেশ কিছু সুপাঠ্য গ্রন্থ। সাহিত্যাঙ্গনে এই অনবদ্য অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় তাকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। এছাড়াও তিনি ‘আলাওল সাহিত্য পুরস্কার’, ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ সহ অসংখ্য পদক পুরস্কার পেয়েছেন।


বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ