সূচি
* আকাশ বাড়িয়ে দাও
* দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর
* বিবর্ণ তুষার
* কাচ সমুদ্র
* সবুজ ভেলভেট
* ক্যাম্প
ভূমিকা
আমার লেখা ছয়টি উপন্যাস নিয়ে উপন্যাস সমগ্র ১ প্রকাশিত হলো। এই সংকলনের প্রথম উপন্যাস ‘আকাশ বাড়ি দাও’ লেখা হয়েছে আজ থেকে ত্রিশ বৎসরেরও আগে- আমি নিজে তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। অল্প বয়সের কাঁচা আবেগ উপন্যাসটিতে খুব স্পষ্টভঅবে উপস্থিত, এই সমগ্রে এটি সংযুক্ত না করলেই হয়তো নিজের প্রতি সুবিচার করা হতো। ‘দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর’ প্রকৃতপক্ষে লেখা হয়েছিল একটি মঞ্চ নাটক হিসেবে এবং নিউজার্সীতে সেটি সফলভঅবে মঞ্চায়ন করা হয়েছিল। কাহিনীটা আমার খুব পছন্দ হয়েছিল বলে পরে উপন্যাস হিসেবে লিখতে আগ্রহী হয়েছিলাম। আমেরিকা ছেড়ে চলে আসার আগে আগে আমি লিখেছিলাম ‘বিবর্ণ তুষার’। উপন্যাসের নামটি দেখেই বোঝা যায়, প্রবাস জীবন তখন আমার কাছে ক্লান্তিকর মনে হতে শুরু করেছে।
কাচ সমুদ্র, সবুজ ভেলভেট এবং ক্যাম্প- তিনটি উপন্যাসই বিভিন্ন সাময়িকীর ঈদসংখ্যাতে লেখা। উপন্যাসগুলোর শীর্ণ কলেবর দেখলেই সেটা বোঝা যায়। তবে পাঠকেরা এই তিনটি উপন্যাসকেই ভালোবাসার সাথে গ্রহণ করেছিলেন বলে এই সংকলনে যুক্ত করতে সাহসী হয়েছি।
মুহম্মদ জাফর ইকবাল
১৭.০১.০৫