“জীবন মানে এই” বইটিতে লেখা ফ্ল্যাপের কথা: জীবন মানে স্বপ্নের আকাশে একাকী উড়ে চলা। কখনাে সে সহস্র সংগ্রামী মানুষের ভিড়ে, আবার কখনাে সে বিদ্রোহী আগুনে জ্বলে উঠা অচেনা স্বত্তা। অবশেষে অবিনাশী অহমিকায়, অনেক দুরে অনেক দেখা হলে, নাগালের চেয়ে উঁচুলে ডিঙিয়ে হয়তােবা মন চলে যায় শিকড়ে, নিয়তির অনিবার্য টানে, সবুজ স্মৃতির মখমল চাদরে। সেই স্বর্গীয় অনুভূতি কোনাে এক সময় আপন আলােয় রঙ ছড়ায়। জীবন মানে তো এই…। কে এমন আছে, যে তার জীবনের প্রতিচ্ছবি অবহেলায় ডিঙিয়ে যায়! দুঃখ হাসি আনন্দ যাই হােক, আপাত মনে হয় সবই সাদা। আসলে জীবন মানে তাে চিররঙিন, আকাঙ্ক্ষার ধূলিকণা।