‘প্রহেলিকাচ্ছন্ন মহাকালরূপ অচেতনে’ এক দীর্ঘ সময়ের পরিসরে রচিত বিজ্ঞান-দর্শন-ধর্মভিত্তিক গবেষণা-কার্য এবং মূলতঃ একটি অধুনাতন বিজ্ঞানসংবলিত দর্শন-গ্রন্থ। যা ধর্মদর্শন, বস্তুবিজ্ঞান, মনােবিজ্ঞান ও অধ্যাত্মকে একীভূত করে দেখবার এক অভিনব এবং অদ্ভুত প্রয়াস।