“কোরান দর্শন-৩” বইটির সম্পর্কে কিছু কথাঃ
সকল প্রকার দুঃখভােগের একমাত্র কারণ হইল শয়তান। এখন শয়তান কী? মানুষের আমিই শয়তান। “আমি ও আমার” ইহাই শয়তানের কথা। আমিত্বের আশ্রয়ে থাকা জাহান্নাম। আল্লাহর আশ্রয়ে থাকা জান্নাত। যে যত বেশি আমিত্ব প্রকাশ করে সে তত বেশি জাহান্নামের গভীরে বাস করে। আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিলেই আল্লাহর আশ্রয় লাভ করা যাইবে না। ইহার জন্য পূর্বশর্ত হইল “আমি ও আমার পরিপূর্ণ সমর্পণ করা বা কোরবানি করা। এইরূপ সমর্পণের নামই ইসলাম ধর্ম । ইহা হইতে সরিয়া থাকিলে তাহা হয় আমার ধর্ম, আল্লাহর নহে। সমগ্র কোরানে উল্লিখিত জীবনদর্শন “তাআউজ” এর কথারই সুবিস্তার।
শয়তানকে প্রস্তাহত বা বিচূর্ণিত বলা হইয়াছে কেন? বস্তুজগতের প্রতীক হইল পাথর বা মাটি। আমিত্ব বা অহম সব সময় বস্তুর আঘাত-প্রাপ্ত হইয়া মরে। আমিত্ব বিচূর্ণিত বা খণ্ডিত হইয়া থাকে-অখণ্ড আহাদের সঙ্গে অখণ্ড একক হইয়া বিরাজ করিতে পারে না।