“ইসলামের মৌলিক বিধান” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বর্তমান যান্ত্রিক কালে ইসলামী রাষ্ট্রের স্বরূপ কেমন হইতে হইবে তাহার রূপরেখা আল কোরান ও সুন্নাহ হইতে সঠিক বুঝিয়া লইবার প্রয়ােজন রহিয়াছে অত্যধিক। অবশ্য অন্য কোনাে ধর্মগ্রন্থ ইহার সম্যক পরিচয় দান করিতে পারিবে না। বিষয়টির উপর চিন্তা প্রয়ােগ করিয়া আল কোরানের পাঠকগণ যাহাতে সঠিক সিদ্ধান্তে পৌছিতে পারেন সেই উদ্দেশ্যে উহার কয়েকটি দিক উল্লেখ করিয়া সেইগুলির উপর সংক্ষিপ্ত আলােচনা করা হইল। বিষয়টির বিস্তারিত ভাব ও বিশ্লেষণ পাঠকের নিজস্ব ব্যাপার বলিয়াই মনে করি।
রাশেদ চৌধুরী রচিত নারী পুরুষ ও শাসন’ নামক প্রবন্ধটি উহার সম্পূরক। সুতরাং এই প্রবন্ধটি ইহার সঙ্গে জুড়িয়া দেওয়া হইল।
ইসলাম কোনাে নূতন ধর্ম নহে। ধর্মের এই নাম পূর্ব হইতেই চলিয়া আসিতেছে। যেমন হজরত ইব্রাহিম নবি তাঁহার প্রচারিত ধর্মকে ইসলাম ধর্ম নামে আখ্যায়িত করিয়াছিলেন। সকল নবির প্রচারিত ধর্মই ইসলাম ধর্ম। অর্থাৎ আল্লাহ রাব্বল আলামীন’-এর নিকট আত্মসমর্পণের ধর্ম। কেবলমাত্র মােহাম্মদী ইসলামকেই আমরা ইসলাম ধর্ম’ নামে আখ্যায়িত করিয়া আসিতেছি, যদিও কালের প্রবাহে ইহার মধ্যে মােহাম্মদী বৈশিষ্ট্য অল্পই রহিয়াছে।