“বাঙালী ও বাঙলা সাহিত্য-১ম খন্ড” বইটির সম্পর্কে কিছু কথা:
সাহিত্য জীবনবিচ্ছিন্ন কোন সৃষ্টি নয়। জীবন আবার জীবিকাভিত্তিক। তাই মানুষের সর্বপ্রকার ভাব| চিন্তা-কর্ম ও আচরণ জীবিকাসক্ত ও জীবনপ্রসূত। কাজেই জীবনের জন্যেই জীবন থেকে সাহিত্য উৎসারিত। অতএব জীবন নিয়েই সাহিত্য। জীবন নিরবলম্ব নয়। দেশ-কাল প্রতিবেশের ছাঁচে গড়ে ওঠে জীবন। সেই জীবনের শিকড় থাকে অতীতে এবং আলাে হাওয়া থাকে সমকালে। এ তাৎপর্যে সাহিত্য প্রতিবেশউদ্ভূত জীবনকথা। তাই সাহিত্য মাত্রই শাস্ত্র-সমাজ, লৌকিক বিশ্বাসসংস্কার এবং দেশ-কাল-প্রতিবেশ প্রভাবিত। এই জন্যে কোন ব্যক্তির বা গােত্রের বা জাতির সাহিত্য বিচারে তার দৈশিক, কালিক, সামাজিক, সাংস্কৃতিক, শাস্ত্রিক, শৈক্ষিক, আর্থিক ও প্রাকৃতিক অবস্থান সম্পর্কে সম্যক জ্ঞান প্রয়ােজন। নইলে কাণ্ডজ্ঞান প্রসূত খণ্ডদৃষ্টির বিভ্রান্তি থেকে মুক্ত থাকে না কোন সিদ্ধান্ত। তাই আমরা সর্বাগ্রে দেশ, জাতি ও কালের সন্ধান নেব।