ফ্ল্যাপে লিখা কথা
বিজ্ঞানের ভাষায় পৃথিবী হলো একটা গ্রহ। ইংরেজীতে গ্রহকে বলে Planet । গ্রহ হিসেবে পৃথিবী একা নয়। মহাকাশে পৃথিবীর সঙ্গী আরও অনেক গ্রহ আছে।
পৃথিবী যে একটি গোলাকার উত্তপ্ত কেন্দ্রের চারপাশে ঘুরে বেড়ায় তাকে আমরা সূর্য বলি। সূর্যকে ইংরেজীতে বলে Sun। রোজ সকালে যে পুব আকাশে ওঠে আর সন্ধেবেলা পশ্চিম আকাশে অস্ত যায়। সূর্য যে আলো যে, তাপ ছড়ায় তা বুঝা যায়। সূর্য উঠলে ভোর হয়,. দিনের আলো ফুটে ওঠে। দুপুরবেলায় সূর্যের তাপটাও বেশ বুঝা যায়। মাথার উপর সূর্য জ্বলজ্বল করছে। কী গরম! আর দিনের শেষে সূর্য পশ্চিমে ঢেলে পড়লে চারদিকে নেমে আসে অন্ধকার।
সূর্যকে কেন্দ্র করে রয়েছে গ্রহ নক্ষত্র,গ্রহাণু, ধুমকেতু ও অসংখ্য গ্যালাক্সি। এ বইয়ের সেসব নিয়েই ছোটদের মতো কের আলোচনা করা হয়েছে। আশা করি বইটি আমাদের শিশু-কিশোর পাঠকদের মহকাশ ও মহাবিশ্বের এক অজানা জগতে নিয়ে যাবে!