ফ্ল্যাপে লিখা কথা
শোষণ বঞ্চনাকে প্রত্যাখ্যান করে পূর্ববাংলা যেদিন সংগ্রামে উচ্চকিত হলোম সেই দিনের সাম্প্রদায়িক লীগশাহীর দুঃশাসনের বিরুদ্ধে সাধারণ মানুষও যু্থবদ্ধ হয়েছিল, মাতৃভাষার মান বাঁচাতে। সেই থেকে নিপীড়িত জনগনের ঐক্যবদ্ধ অবিরাম লড়াই-সংগ্রামের , বিদ্রোহের আন্দোলনের সহযোগী সংস্কৃতিকর্মী সংগঠকের কণ্ঠে উচ্চারিত শ্লোগান আর শিল্পী সংগ্রামীর সুরধ্বনিতে উচ্চকিত গান, আমাদের শোষণমুক্তির চূড়ান্ত মুক্তিযুদ্ধে একই কণ্ঠে কোটিপ্রাণ যে ক্ষুব্ধ উচ্চারণ করেছিল, এই গ্রন্থে সেই সব দেশাত্ববোধক , গণসঙ্গীতের মোট ২৫৬ টি মুদ্রিত হল।
মুক্তিযুদ্ধকালে যে গান গুলো সবখানে বিশেষ করে স্বাধীন বাংলা বেতারে গাওয়া হয়েছে, তার অনেকগুলো এখানে সংযোজন করা হল। আমাদের সংগ্রামে এবং মুক্তিযুদ্ধের স্মৃতির কারণে ভবিষ্যত প্রজন্মের প্রয়োজনে গানগুলো প্রথিত হল। তবে অনেক গানই বাদ পড়ে গেল। সেগুলো পরবর্তীকালে সংকলনের ইচ্ছে ব্যক্ত করেছেন সংগ্রাহক।