ফ্ল্যাপে লেখা কিছু কথা
মহাদেব সাহার ‘আমার মুজিব’ পদ্যে গদ্যে এক অখণ্ড অশ্রুময় কবিতা, যেখানে বিধৃত হয়েছে এক মহাজীবনের অসামান্য ইতিহাস, শোকাহত ব্যথিত কবির আত্মস্মৃতিতে এই মহামানবের জীবনকাহিনীর মধ্যে দিয়ে উঠে এসেছে বাংলারই জীবনচিত্র; তাঁর আত্মত্যাগ, সাহস ও সংগ্রামের বিবরণ, মুক্তিযুদ্ধের গৌরবগাথা, অসংখ্য ইতিহাস, আবহমান বাংলা ও বাংলার সেই নবজাগরণের গৌরবময় আখ্যান; কবিত্বময় ভাষায় নিজস্ব শৈলীতে এই মহাজীবনের ইতিহাস ও ইতিহাসের সেই মর্মান্তিক ট্র্যাডেডির রূপকার আপন বৈশিষ্ট্যে ও ব্যঞ্জনায়, শব্দে ও চিত্রপরম্পরায় প্রথিত করেছেন এই বিষাদকাব্য। যে-কোনো বাঙালি পাঠকের কাছে এ এক অমূল্য গ্রন্থ। একইসঙ্গে ইতিহাস ও কবিতা।