বইটি সম্পর্কে কিছু তথ্যঃ
দুরন্ত এক কিশোর টম সয়্যার, বড় হয় তার খালা পলির কাছে, খালার আদেশ উপদেশ তার কাছে খুব একটা ভালো লাগে না তাই তার খালার আদেশপালনে ফাঁকি দেয়। প্রায়ই নানা ধরনের অ্যাডভেঞ্চারে বের হয়ে পরে দুষ্ট টম তার ফল কি হয় তা জানতে পড়তে হবে বইটি