“বিশ্বের শ্রেষ্ঠ দশ দার্শনিক” বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ
বিশ্বের শ্রেষ্ঠ দশজন দার্শনিকের কথা বলা হয়েছে এই গ্রন্থে, যাদের ভেতরে একজন বাঙালি প্রতিভাও রয়েছেন। দর্শনের সাধনায় যারা চিন্তাজগৎ ও সভ্যতাকে সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে কেবল দশজনকে চিহ্নিত করা কঠিন কাজ। তবুও গ্রন্থত দশজন মনীষীর জীবনকথার মাধ্যমে আমরা বুঝতে পারবাে আরাে অগণন প্রতিভাবানের কাজের মাত্রা। আজকের জীবন-ভাবনার পেছনে রয়েছে যে হাজার বছরের ধারাবাহিকতা তার পরিচয়বাহী এই গ্রন্থ, মানুষের অব্যাহত জয়যাত্রার গ্রন্থ।