মুক্তিযুদ্ধ : কিশাের উপন্যাসমালা বাংলাদেশের নবীন প্রজন্মের হাতে তুলে দেয়া হচ্ছে সেই অবিস্মরণীয় দিনগুলাের হৃদস্পন্দনকে তাদের মধ্যে সঞ্চারের লক্ষ্য থেকে। শহুরে কিশাের স্বাধীন বেড়াতে আসে সুন্দরবন সংলগ্ন এক গ্রামে। প্রকৃতির মনােরম শােভা দেখতে দেখতে কোন্ অজান্তে জড়িয়ে পড়ে সে একাত্তরে স্থানীয়ভাবে। সঘটিত মুক্তিযুদ্ধের স্মৃতিবাহানা নাটকীয় ঘটনার সঙ্গে। পরিচিত হয় এমন সব চরিজেসঙ্গে, যারা স্বাধীনের সামনে ধীরে ধীরে মেলে ধরে মুক্তিযুদ্ধের এক ‘সােনালি দরজা’। তরুণ কথাশিল্পী শরীফ খানের ঝরঝরে কলমে লেখা এই উপন্যাসের ভেতর দিয়ে কিশাের পাঠকেরা পৌঁছে যাবে মুক্তিযুদ্ধের গভীরে, দূর অতীত আবার হয়ে। উঠবে সজীব বাস্তব এবং বুঝতে পারবে তারা একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ।