ফ্ল্যাপে লিখা কথা
সামরিক প্রকৌশলী হিসেবে প্রশিক্ষণ নিয়েও ফিয়ডর ডস্টয়েভ্স্কি সরকারী চাকরি না করে জীবিকা অর্জনের জন্য সাহিত্যকর্মকেই বেছে নিয়েছিলেন। তাঁর উপন্যাস প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সে প্রশংসা ও স্বীকৃত তিনি পান, তাতেই প্রমাণিত হয় তার সিদ্ধান্ত ছিল সঠিক। আঁদ্রে চিদ তাঁকে ঔপন্যাসিকদের মধ্যে সবার উপরে স্থান দেন। সাহিত্যে অসামান্য সফলতা সত্বেও ডস্টয়েভ্স্কি জীবনে সুখ ও শান্তির মুখ খুব কমিই দেখেছিলেন। প্রেমে ও জুয়ালেখায় বারবার ব্যর্থ হয়ে, ঘনঘন মৃগীরোগে ভুগে এবং বিপ্লবী কর্মকাণ্ডের সন্দেহে অনেক দিন সাইবেরিয়ায় নির্বাসিত থেকে ডস্টয়েভ্স্কির প্রায় সারা জীবন কেটেছে দারুণ হতাশা ও দারিদ্র্যে।