ইসলামিক জ্ঞান চর্চার জগতে ইমাম মুহাম্মদ (র) এক অনন্য ব্যক্তিত্ব। তার আবির্ভাব না হলে ইলমে ফিক্হের বিরাট অংশ হয়তো অপূর্ণই থেকে যেত। ইমাম মুহাম্মদের আল-মুওয়াত্তা মূলত ইমাম মালেক এর আল-মুওয়াত্তার প্রতিলিপি। ইমাম মুহাম্মদের মুওয়াত্তায় প্রায় ১১৮০টি রিওয়ায়াত রয়েছে। এর মধ্যে ইমাম মালেকের ১০০৫টি এবং অবশিষ্টদের ১৭৫টি রিওয়ায়াত রয়েছে। এর মধ্যে কোন মাওদূ (জাল) হাদিস নেই।
বাংলা ভাষাভাষী মানুষদের কথা চিন্তা করে মাওলানা মুহাম্মদ মুসা এ হাদীস গ্রন্থের বাংলা অনুবাদ করেছেন।