প্রশ্ন তো সেলাই কিংবা না-সেলাই
তার মধ্যে শত্রু-মিত্র, জল-পানি
যে সূত্রে যে গোত্রে আপদমস্তক
যে পাত্রে যে নেত্রে অবলোকন-স্থাপন
যে কালে যে চালে প্রজা ও শাসন
প্রশ্ন তো না কাটা কিংবা কাটা প্রশ্ন তো অখণ্ড কিংবা খণ্ড তার মধ্যে একক-দশক; আড়াল কিছুতে নেই–না ধুতি, পাজামা আমি একা, মঙ্গলের উৎসমুখে চাই করুণার অবিমিশ্র ঠাঁই!