কে আমি? বিখ্যাত কেউ? কী ছিলাম? গুরু কেউ?
লঘু ঢেউ? ঝরনার বাথরুমে শাওয়ার ছিলাম?
সুহাসিনীর ড্রেসিং টেবিলে আয়না ছিলাম?
গুপ্ত কথা হচ্ছে, আদতে সেই রাক্ষসদের ছেলে,
মানুষের ছদ্মবেশে থাকি। যোগ্যতা- নিজের মুখে
জোসনারাত অনুবাদ করতে পারি, এর বাইরে
আমি যা ছিলাম, তাই ছিলাম যা, তাই…