ফ্ল্যাপে লিখা কথা
কিশোর বাংলার ছয় বছরে কত গল্প যে ছাপা হয়েছে! নিয়মিত সংখ্যা আর বিশেষ সংখ্যায় দেশের নবীন-প্রবীণ গল্পকারদের মিশ্রণ ঘটেছে কিশোর বাংলায়। প্রকাশিত গল্পের সঙ্গে চোখ ধাঁধানো ইলাস্ট্রেশন আর ফ্রি হ্যান্ড লেটারিং এর অদ্ভুত সমন্বয়ে গল্পগুলো হয়ে উঠতো কী যে সুন্দর!
কিশোর বাংলার সেসব গল্প আর গল্পকারদের নাম দেখে এক অন্যরকমের নস্টালজিয়ায় আক্রান্ত হতে হয়। সেইসব গল্পে স্বাধীনতা পরবর্তী সময়কালের বিক্ষিপ্ত চিন্তা-ভাবনা, মধ্যবিত্ত আবেগ-অনুভূতি, বিচিত্র বিষয় বৈচিত্রের এক বিপুল সমন্বয় ঘটেছিল।
প্রকাশিত গল্পগুলোতে বাংলাদেশের আগামীদিনের সম্ভাব্য কথাসাহিত্যিকদের পদধ্বনি শুনতে পাওয়া গিয়েছিল।