ফ্ল্যাপে লেখা কথা
শাহীন মোস্তফা ১৯৭৬ সালের ২৮ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলা সদর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মো: আলতাফ হোসেন মা আজিরন নেসা। শাহীন মোস্তফার দু’চোখে একদিকে সুদূরের স্বপ্ন অন্যদিকে শিশু, মা, মাটি ও দেশ। সৃষ্টিশীল বৈপরীত্বের সমন্বয় তার চিন্তা ও মননের শেকড়। তিনি একাধারে কবি,ছড়াকার, আবৃত্তিকার, নাট্যকার, নাট্যশিল্পী এবং উপস্থাপক হিসেবে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তার শিশু নাটক নোঙর জাতীয় মঞ্চে কয়েকবার মঞ্চায়িত হয়েছে। বর্তমানে সোনার বাংলা ডিগ্রী কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করছেন। ‘ডাইনোসরের দেখা পেলে’ তার দ্বিতীয় ছড়ার বই।