“জীবনানন্দ দাশের ১০০ কবিতা” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বর্তমান বাংলাসাহিত্যের অবশ্যপাঠ্য হিসেবে বহুদিন থেকেই বিবেচিত হচ্ছে জীবনানন্দ দাশের কবিতা। বিশেষ করে কবির ‘বনলতা সেন কবিতাটির দুচার লাইন কমবেশি সবার মুখস্থ আছে। একই রকম মুখস্থ থাকে রূপসী বাংলা পর্বের কবিতাগুলােও। আর দু-চার লাইন শােনা বা মুখস্থ থাকে বলেই অনেক পাঠকেরই ইচ্ছে হয়, ইস্ একসঙ্গে যদি এসব প্রিয় কবিতাগুলাে পাওয়া যেত? জীবনানন্দ দাশের ৭৮৬ পৃষ্ঠার কাব্যসংগ্রহ বহন করা সত্যি কঠিন ব্যাপার। এই মহান কবির সমগ্র কবিতা থেকে সুখপাঠ্য, সহজবােধ্য, আবৃত্তিযােগ্য ও অনায়াসে হৃদয়ঙ্গমযােগ্য কবিতা একত্রে হাতে পেলে পাঠক কতটা খুশি হয়ে উঠবেন, সাধারণ পাঠকের সেই নিশ্চিন্ত খুশি মুখ দেখতেই জীবনানন্দ দাশের কবিতা থেকে ১০০টি এমন পাঠকপ্রিয় ও ত্বরিত অনুধাবনযােগ্য কবিতা বাছাই করে এক মলাটে সূচীবদ্ধ করা গেল।