ফ্ল্যাপে লেখা কিছু কথা
‘গাছপালা তরুলতা’ প্রকৃতি, গল্প, কবিতা, জাতক ও মিথের মিশেলে স্বতন্ত্র বাকভঙ্গির রচনা। পুরাকালের হিমবন্ত প্রদেশের রাজা থেকে একালের বৃক্ষপ্রেমিক সাধারণ মানুষ এখানে ভীড় করেছে। ঢাকা শহরে কিছু দুর্লভ গাছ ও ফুল আছে। পারুল ফুল কখন কোথায় ফোটে বা তার কী কী গুণ? পিয়ালের প্রাচীন নাম রাজায়তন। কুর্চি জন্মায় বাংলার আনাচে, এখন প্রায় অচেনা। নাগালিঙ্গম, মুচকুন্দ, পুরুষ লজ্জাবৎ, শিলীন্ধ্র, বাঁশের কোঁড়, পাখিফুল এসব চিরকাল অচেনা থাকবে? কালিদাস, মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশের কবিতায় গাছপালা ও ফুলের প্রসঙ্গ প্রবলভাবে এসেছে। তারপর কেন এভাবে পাই না? রসজ্ঞ পাঠক এই বইয়ে অতীতকে প্রবলভাবে খুঁজে পাবেন। আবার বর্তমানকেও। গল্পরস ও রহস্য আছে ওষধিগুণ পাবেন। আর আমার ভালোবাসা। ভালোবাসা তো রীতিনীতি মানে না, সেই দোষ এই গ্রন্থে বিদ্যমান। আমার গল্প ও উপন্যাসে যদি প্রকৃতির প্রবল আধিপত্য থাকে, গাছপালার এই বইতেও আছে কথা ও কাহিনীর একচ্ছত্র রাজত্ব।