বর্তমান গ্রন্থে অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ তাই বিষয়ের ভিন্নতা সত্ত্বেও এক অন্তর্লীন মূলগত ঐক্যে সুসংবদ্ধ। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তা স্পষ্ট ছবি তুলে ধরেছে। দুই দশকেরও অধিক কাল থেকে বাংলাদেশ যে-বর্ধিষ্ণু সঙ্কটে ক্রমনিমজ্জমান, তার স্বরূপ উদ্ঘাটন প্রতিটি দেশপ্রেমী পণ্ডিতজনের নৈতিক দায়িত্ব হয়ে দাড়িয়েছে। ইতিহাসপরিপ্রেক্ষিতে জাতিসত্তার দিক্স্থিতি নির্ণয় ও দেশের সামাজিক-অর্থনীতিক বিকাশের দিকনির্দেশনা তথা সমগ্র জনমানসের চারিত্র্য ও স্বপ্ন-আকাঙ্ক্ষার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সেকারণেই আজ জরুরি। বর্তমান গ্রন্থে অন্তর্ভুক্ত প্রবন্ধসমূহ তাই বিষয়ের ভিন্নতা সত্ত্বেও এক অন্তর্লীন মূলগত ঐক্যে সুসংবদ্ধ। আমাদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে তা স্পষ্ট ছবি তুলে ধরেছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজবিজ্ঞানী ডক্টর অনুপম সেন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক। তার ইংরেজি রচনাদি দেশের বাইরে তাঁকে যে-প্রতিষ্ঠা দান করেছে, তার এই প্রথম বাংলা গ্রন্থের মাধ্যমে স্বদেশেও সে-পরিচিতি ব্যাপ্ত করার উপলক্ষ হিসেবে নিজেকে যুক্ত করতে পেরে অবসর প্রকাশনা সংস্থা গর্বিত।