বাঙালির দীনতা চরমে পৌঁছলেও, চিত্তের ক্ষেত্রে তার অর্জন হয়তো খুব কম নয়। এই সময়ে মননশীলতার ক্ষেত্রে শিল্প, সাহিত্য, কাব্য, উপন্যাস, গল্প, দর্শনচর্চা ও রাষ্ট্রচিন্তায় বাঙালির কৃতি বিশ্বেও বিদ্বজ্জনের সভায় শ্রদ্ধার আসন পেয়েছে। অনেক ক্ষেত্রেই তার চিত্তের মুক্তি ও ব্যাপ্তি ঘটেছে। এক অনন্য স্বাধীনতাবোধ ও জাতীয়তাবোধে বাঙালি উদ্দীপিত ও উজ্জীবিত হয়েছে। বাঙালির এই অভূতপূর্ব জাগরণের কথাই, বাংলাদেশ ও বাঙালি : রেনেসাঁস, স্বাধীনতা-চিন্তা ও আত্মানুসন্ধান গ্রন্থে বলার চেষ্টা করেছি।