মাইকেল মধুসূদন দত্তের যে-জীবনী এক শতাব্দী ধরে জানা ছিলো, তা ছিলো আলো-আঁধারিতে ঘেরা এবং জনশ্রুতিনির্ভর। সেই কল্পিত কাহিনীকে ভ্রান্তিমুক্ত করে গোলাম মুরশিদ আশার ছলনে ভুলি (১৯৯৫) গ্রন্থে মাইকেলের জীবন কিভাবে পুনর্গঠন করেন, বর্তমান গ্রন্থে সেই রোমাঞ্চকর কাহিনী বর্ণনা করেছেন তিনি। সেইসঙ্গে সংযোজিত হয়েছে সেইসব দুর্লভ ডকুমেন্টের আলোকচিত্র, যা মাইকেল-জীবনীকে বাস্তবের ওপর দাঁড় করিয়েছে। মাইকেল মধুসূদন সম্পর্কে উৎসাহী পাঠক-পাঠিকাদের জন্যে এ বইটি বিবেচিত হবে একটি অমূল্য গ্রন্থ হিসেবে।