যে-বাঙালিরা বসতি স্থাপন করেছেন বিলেতে, তাঁদের বর্তমান শিক্ষা, জীবিকাও, সাংস্কৃতিক জীবন এবং স্বরূপের মধ্যে বিস্তর ব্যবধান। এই বাঙালিরা কতোটুকু বাঙালি, কতোটুকু বিলেতি? তাঁদের নিজেদের মধ্যে আদানপ্রদানই বা কতোখানি? ইংরেজ সমাজে বাস করে তাঁরা কি শুধু ইংরেজি সংস্কৃতি দিয়েই প্রভাবিত হয়েছেন, নাকি ইংরেজি সংস্কৃতির ওপরও কোনো প্রভাব ফেলতে পেরেছেন তাঁরা? এসব কৌতূহলোদ্দীপক তথ্য এবং তত্ত্ব নিয়ে আলোচনা রয়েছে বর্তমান গ্রন্থে।