‘বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা’ শীর্ষক গ্রন্থে সর্বমোট ছাব্বিশটি নির্বাচিত প্রবন্ধ স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয় কী, এর রূপ-স্বরূপ কেমন, কেন বিশ্ববিদ্যালয়, এর গন্তব্য কোথায়, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কী, সংকটের উৎস কোথায়, স্বপ্নের বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত-এসব বিষয়ে বিভিন্ন শিক্ষাদার্শনিক, শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীদের ভাবনাসমৃদ্ধ রচনা, সংস্কার-প্রস্তাব ও সুচিন্তিত পরামর্শ নিয়ে সম্পাদনা-গ্রন্থটি প্রকাশিত। যাঁদের প্রবন্ধ গ্রন্থভুক্ত হয়েছে তাঁরা হলেন-বার্ট্রান্ড রাসেল, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বসু, হুমায়ূন কবির, মোজাফ্ফর আহমদ, সিরাজুল ইসলাম চৌধুরী, বীরেন্দ্র কুমার গুপ্ত, অম্লান দত্ত, সালাহউদ্দিন আহমদ, শামসুল হক, অনিল ভট্টাচার্য, নজরুল ইসলাম, সৈয়দ মনজুরুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, রংগলাল সেন, সৈয়দ আনোয়ার হোসেন, অনুপম সেন, আবদুল খালেক, আনোয়ারউল্লাহ চৌধুরী, মমতাজউদ্দীন পাটেয়ারী ও মুহম্মদ জাফর ইকবাল। বইটি উচ্চশিক্ষা বিষয়ক গবেষণা ও জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা উন্মোচনের সহায়ক। এ ছাড়া বিশ্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাম-ঠিকানা গ্রন্থটিতে সংযুক্ত করা হয়েছে যাতে উচ্চশিক্ষার্থী ও গবেষকদের উপকারে আসে।