শান্তিবাহিনীর এই দুর্দান্ত অধিনায়কটি এর আগে কোনো বাঙালি পরিবারে এ ধরনের আপ্যায়ন পাননি। দিদার কথা শুনে-শুনে তাঁরও মনটা নরম হয়ে গেলো। মৃদু হেসে জেনারেল মঞ্জুরকে বললেন, ‘আমাদের কারোরই তাহলে আজ যাওয়া হচ্ছে না!’ তারপর দিদাকে বললেন, ‘রাতে গপ্পো করতে হলে আমার যে চা খেতে ইচ্ছে করে মা। আর কি যেন গানের কথা বলছিলেন?’ দিদা হেসে বললেন, ‘আজ কি কাউকে চা খেতে বারণ করতে পারি! বৌমা, চায়ের কেতলিটা চাপিয়ে দিয়ে এসো। টুটুল, যা তো বাছা, আমার শানু মাকে হারমোনিয়মটা এনে দে।’….